আজকের শিরোনাম :

জ্যেষ্ঠ সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ০০:৩৯ | আপডেট : ০৯ জুলাই ২০২০, ০০:৫১

সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্যেষ্ঠ এই সাংবাদিক মারা যান।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাশিদ উন নবীর মেয়ে অনিকা।

এ দিকে জাতীয় প্রেসক্লাবের সা সহসাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘রাশীদ উন নবী বাবু দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে তিনি মারা যান।’

রাশীদ উন নবী বাবু জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য।

রাশীদ উন নবী ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশবাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিন পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যানসার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ