আজকের শিরোনাম :

অবসরপ্রাপ্ত পিআইডি কর্মকর্তা জাফর আলম আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২০, ১৯:৫২

তথ্য অধিদপ্তরের সাবেক সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (অব.) জাফর আলম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাতে ঢাকার মিরপুরে নিজ বাস ভবনে  তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যকালে তিনি দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ শনিবার দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

জাফর আলম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তথ্য অধিদপ্তরে যোগদান করেন। ২০০১ সালে তিনি সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন। অনুবাদ সাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি মোট ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে স্মরণীয় বরণীয় জীবনী গ্রন্থ এবং ঐতিহাসিক জীবনী গ্রন্থ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরও রয়েছে। 

তথ্য সচিবের শোক

এক শোক বার্তায় তথ্য সচিব বেগম কামরুন নাহার জাফর আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক
 
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি স ম গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জাফর আলমের মৃত্যুতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ