আজকের শিরোনাম :

বিএফইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৮, ১২:০০

ঢাকা, ১৩ জুলাই, এবিনিউজ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল ফারুক-শাবান-দীপ পরিষদ, অন্যটি জলিল-কাজল-মধু পরিষদ।

ফারুক-শাবান-দীপ পরিষদের সভাপতি ওমর ফারুক, মহাসচিব শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, মহাসচিব জাকারিয়া কাজল ও কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল। এর বাইরে সভাপতি পদে নির্বাচন করছেন মোল্লা জালাল।

ঢাকাসহ দেশের ১১টি কেন্দ্রে একযোগে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। ঢাকার বাইরে অন্য কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, বগুড়া, কক্সবাজার, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ।

শুরু থেকেই ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ