আজকের শিরোনাম :

করোনা আতংকে সংবাদপত্র বিলি করবে না হকাররা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১৯:৩৯

আগামি ২৬শে মার্চ থেকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজশাহীর এজেন্ট ও পত্রিকা হকাররা জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত কোন সংবাদপত্র গ্রহণ ও বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীর সংবাদপত্র এজেন্ট ও হকারদের পক্ষ থেকে জানানো হয়, এ কারণে রাজশাহীর পাঠকরা ২৬ মার্চ থেকে কোন সংবাদপত্র হাতে পাবেন না। শুধু রাজশাহী নয়, সারাদেশেই পত্রিকা সরবরাহ ও বিলি-বণ্টণ বন্ধ হতে পারে বলেও তারা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন। মঙ্গলবার রাজশাহীর সকল  এজেন্ট ও হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন জানান, বাড়িতে পত্রিকা দিতে গেলে করোনার ভয়ে মানুষ গেট খুলছে না।পত্রিকা দিতে নিষেধ করছে। এছাড়া হকারদের নিরাপত্তার বিষয়টিও বিঘ্ন হচ্ছে। এসব কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ