আজকের শিরোনাম :

রাত পোহালেই ডিআরইউয়ের ভোট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০০:২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির-(ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার (৩০ নভেম্বর)। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।

এ দিকে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ডিআরইউয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে।

প্রার্থীরা নির্বাচন ঘিরে প্রচারণা চালাচ্ছেন। ঢাকার সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে ভোট চাইতে যাচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা।

২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—রফিকুল ইসলাম আজাদ, শাহনেওয়াজ দুলাল, রাজু আহমেদ, শামসুল হক বসুনিয়া, শরিফুল ইসলাম (বিলু), সহ-সভাপতির পদে নজরুল কবীর, ওসমান গনি বাবুল, রাশেদুল হক। সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব, রিয়াজ চৌধুরী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল)। যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব, মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ (প্রতিযোগী নেই), সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান, মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক একটি পদে জান্নাতুল ফেরদৌস পান্না, মো. জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদকে রীতা নাহার (প্রতিযোগী নেই), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল হাই তুহিন, মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক একটি পদে সাখাওয়াত হোসেন সুমন, জান্নাতুল ফেরদৌসী মানু, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. এমদাদুল হক খান, মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার (প্রতিযোগী নেই), কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (প্রতিযোগী নেই)।

কার্যনির্বাহী সদস্যের ৭টি পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—এস এম মিজান, আমান-উদ-দৌলা, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, এম মুরাদ হোসেন, আহমেদ সিরাজ, মো. ইমরান হাসান মজুমদার, মঈনুল আহসান, সায়ীদ আবদুল মালিক।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ