আজকের শিরোনাম :

বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের ‘নির্দেশ’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ১৯:১৩

ঢাকা, ১৮ জুন, এবিনিউজ : দেশের প্রথম এই অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার বিকেলে বিটিআরসি থেকে এই নির্দেশ দেওয়া হয় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই-মেইলে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে কোনো কারণ বলা হয়নি।

ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেওয়া হয়।

তাতে https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর। সরকারি কোনো ভাষ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ