আজকের শিরোনাম :

‘মিডিয়ার মালিকরা কত ঋণ নিয়েছে, কত শোধ করেছে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০১৯, ০১:০৩

প্রস্তাবিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে খোঁজ নিয়ে জানুন কোন কোন পত্রিকা এবং টেলিভিশনের মালিক কত টাকা ঋণ নিয়েছে এবং কত টাকা শোধ করেছে।

গত কয়েক বছর আগে খেলাপি ঋণের পরিমান ছিল ২৩ হাজার কোটি। কিন্তু এখন তা বেড়ে হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। খেলাপি ঋণ কেন বাড়ছে? প্রশ্নের জবাবে শুক্রবার (১৪ জুন) বিকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এক এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ার মালিকরা কোন কোন ব্যাংক থেকে কতো টাকা নিয়েছে এর তালিকা তৈরি করা হবে।

নিয়মঅনুযায়ী অর্থমন্ত্রী এ সংবাদ সম্মেলন করার কথা। তবে তিনি অসুস্থ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংবাদ সম্মেলনে বাজেট বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরছেন। বিকাল ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ