আজকের শিরোনাম :

উখিয়ায় জার্মান সাংবাদিকের ওপর রোহিঙ্গাদের হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে ৩ জার্মান সাংবাদিকের ওপর রোহিঙ্গারা হামলা চালিয়েছে। তাদের হামলার শিকার হয়েছেন একজন বাংলাদেশি দোভাষী এবং গাড়িচালকও। বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ এর নিকট একটি বাজারে এই ঘটনা ঘটে। ‍এসময় সাংবাদিকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর ও তাদের কাছে থাকা ক্যামেরা, কাগজপত্রসহ (পাসপোর্ট) জিনিসপত্র ছিনিয়ে নেয় রোহিঙ্গারা।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, জার্মানি ওই ৩ সাংবাদিক রোহিঙ্গা ক্যাম্পের একটি শিশুকে নিয়ে ডকুমেন্টারি তৈরির কাজ করছিল। পরে তারা মানবিক কারণে ওই রোহিঙ্গা শিশুকে জামা কাপড় কিনে দিতে নিকটবর্তী একটি বাজারে নিয়ে যায়। এসময় রোহিঙ্গা ক্যাম্পের একজন তাদের অপহরণকারী সন্দেহে আশেপাশের মানুষ ডাক দিলে তারা এসে ওই সাংবাদিকদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পরে পুলিশ তাদের উদ্ধার করে।

হামলার শিকার জার্মান সংবাদিকরা হলেন- ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। অন্যরা বাংলাদেশি দোভাষী মোঃ সিহাব উদ্দিন (৪১) ও গাড়িচালক নবীউল আলম (৩০)।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ