আজকের শিরোনাম :

'নির্বাচনে তথ্য সরবরাহে সোনারগাঁও হোটেলে খোলা হবে মিডিয়া সেন্টার'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭

জাতীয় সংসদ নির্বাচনের তথ্য সরবরাহের জন্য তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সোনারগাঁও হোটেলে মিডিয়া সেন্টার খোলা হবে। মিডিয়া সেন্টার থেকে চব্বিশ ঘণ্টাই তথ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। রোববার (২৩ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এছাড়া, নির্বাচন বিষয়ক গুজব সনাক্তকরণে সংশ্লিষ্ট সেল আরও জোরদার করার কথা জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, 'তথ্য অধিদপ্তর থেকে আমি একটি মিডিয়া সেন্টার করছি। এবং এ মিডিয়া সেন্টারটি ২৯, ৩০, এবং ৩১ ডিসেম্বর ৩ দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বিটিবি'তে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল সেটা প্রচারিত হবে সেটি আমরা সরাসরি কানেক্ট হয়ে আমাদের ডিসপ্লে বোর্ডে দেখাবো। এতে বিদেশি যে পর্যবেক্ষকরা আসবেন। তারাও উপকৃত হবেন। গুজব শনাক্তকরণ এবং অবহিতকরণ যে সেল আছে, সেই সেলে নির্বাচন কেন্দ্রিক গুজবের একটি বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা যেন মিডিয়াকে অবহিত করতে পারি।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ