আজকের শিরোনাম :

দিনাজপুরে চ্যানেল আই’র ২০ বছরে পদার্পণ উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ১৯:২২

 চ্যানেল আই- মা, মাটি ও মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে।  অবাধ তথ্য প্রবাহের যুগে গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের উন্নয়ন বাস্তবায়নে নিরব ভাবে কাজ করে যাচ্ছে চ্যানেল আই । মানুষের উন্নয়ন ও মনন বিকাশেও কাজ করে যাচ্ছে।

চ্যানেল আই’র ২০ বছরে পদার্পণে দিনাজপুরে চ্যানেল আই’র  জন্মদিন উৎসবে প্রধান অতিথি’র বক্তবে এ কথা বলেছেন,দিনাজপুর জেলা প্রশাসক ড.আবু নাঈম মুহাম্মদ আবদুছ ছবুর।

আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলা ভাষাভাষীদের প্রিয় প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল “চ্যানেল আই”র ২০ বছরে পদার্পণ ও জন্মদিন উৎসবে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ,দিনাজপুর চেম্বারের সভাপতি সুজাউর রব চেীধুরী,

স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি রোটারিয়ার ডা.শহিদুল ইসলাম খান,দিনাজপুর জেলা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক জহির শাহ, দিনাজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম রেজা,দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল।

 আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ধারা ভাষ্যকার মো. রফিকের প্রাণবন্ত সঞ্চালতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মকছেদ আলী মঙ্গলিয়া,চেম্বারের সাবেক সভাপতি মোছাদ্দেক হুসাইন,

শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম,খালেকুজ্জামান রাজু, ফোরামের সহ-সভাপতি লেখিকা জিনাত রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইবনে রজব,বিরল প্রেসক্লাবের সভাপতি কবি মো.আব্দুল কুদ্দুস, জাতীয় যুব সংহতী’র বিভাগীয় সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন, কৃষক মতিউর রহমান মতি ও  চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীসহ অন্যরা।
আলোচনা শেষে ২০ পাউন্ডের কেকে কেটে চ্যানেল আই’র ২০ বছরে পদার্পণ ও জন্মদিন উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান খান,সাবেক জেলা রেজিষ্টার রোটারিয়ান রনজিৎ কুমার সিংহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা মহিলা সংস্থার কর্মকর্তা তারিফুন লাবনী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জালিল, জেলা জাতীয় পার্টি’র সাধার সম্পাদক আহমেদ শফি রুবেল, কোতয়ালী আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়সাল হাবিব সুমন,ফোরামের সহ-সভাপতি আবুল কালাম বাবুল,দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী,

 সাবেক সাধারণ সম্পাদক এমদুদুল হক মিলন, দিনাজপুর পৌর সভার প্যানেল মেয়র রোকেয়া বেগম লইজু,ডিবিসি’র সাংবাদিক মোর্শেদুর রহমান, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-দিনাজপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহবুদ,সাধারণ সম্পাদক মোফাসেরুল রাসেদ, দৈনিক দিনবদলের সংবাদের সম্পাদক রেজাউল করিম, মাই টিভি’র সাংবাদিক মুকুল চক্রবর্তী,দৈনিক যায় যায় দিনের সাংবাদিক মমিনুল ইসলাম,ইউপি চেয়াম্যান জিয়াউর, রহমান জিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ,মমতাজুর রহমান মনতা,যুগ্ম-সম্পাদক মিনারুল ইসলাম মিনার,শিক্ষাবিদ করির মাষ্টার, নাট্যকার তারেকুজ্জামান, সঙ্গীত শিল্পী জুয়েল,সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক কোরবান,

সাংসাদিদৈনিক মুক্ত খবরের দিনাজপুর প্রতিনিধি সুবীর চক্রবর্তী ছোটন,দৈনিক পত্রালাপের স্টাফ রিপোর্টার, খানসামা লিটন হোসেন আকাশ,যুব নেতা মজিবর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের দিনাজপুর শহর আহবায়ক শাকিল হোসেন সুমন,চিত্রশিল্পী সোয়েল, কবি জুই,ইউপি সদস্যা আহেদা খাতুন পাখি,খানসামা বার্তা’র সম্পাদক মো.নুর-নবী ইসলাম, খানসামা অল লাইন প্রেসক্লাবের সভাপতি ধীমান দাস, চিরিরবন্দর অল লাইন প্রেসক্লাবের সভাপতি মানিক হোসেন, সহ-সভাপতি মো. ফজলুর রহমান,ক্যামরা পার্সন আরমান,আনোয়ারা,শিরিন, লিপি,পারভীন,স্মৃতি,শুভেচ্ছাসহ অন্যরা।

 আলোচনার শুরু’র আগে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি মুক্তিযোদ্ধা সিদ্দিক গননবী, উপদেষ্টা আলহাজ আবুল হোসেন পাটোয়ারী,দিনাজপুর প্রেসক্লাবের সভপকি স্বরূপ বক্সী বাচ্চু’র মাতা মীরা বক্সী এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহসানুল আলম সাথীসহ দেশের অসংখ্য গুণিজনের অকাল মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয় চ্যানেল আই’র ২০ বছরে পদার্পণ ও জন্মদিন উৎসব।
 

এবিএন/শাহ্ আলম শাহী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ