আজকের শিরোনাম :

জেনে নিন গৃহস্থালির প্রয়োজনীয় কয়েকটি টিপস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০৯:৪৯

ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : জীবনকে সহজ ও সুন্দর করতে টিপসের কোনো বিকল্প নেই। ছোট ছোট টিপস যেমন সময় বাঁচায় তেমনি জীবনকে করে আরও সহজ। এসব টিপস জানা থাকলে অপ্রীতিকর পরিস্থিতিও এড়ানো যায়। জেনে নিন তেমনি গৃহস্থালির কয়েকটি প্রয়োজনীয় টিপস।

* ইস্ত্রিতে কালচে দাগ পড়লে ইস্ত্রি সর্বোচ্চ গরম করে নিন। মসৃণ কোনো স্থানে লবণ ফেলে ওপরে ইস্ত্রি বুলিয়ে নিন বারকয়েক। ব্যস! গায়েব হয়ে যাবে দাগ।

* প্যান থেকে পোড়া দাগ ওঠাতে চাইলে লবণ-পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ।

* কেটলি থেকে চায়ের দাগ ওঠাতে চাইলে পানি দিয়ে কয়েক টুকরা লেবু ফেলে ফুটান। দূর হবে দাগ।
* লেবু মাঝখান থেকে কেটে ওপরে লবণ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন প্যান কিংবা খুন্তি।
* বেসিনের নেটের অংশ পরিষ্কার করতে চাইলে ওপরে বেকিং সোডা ছিটিয়ে দিন। অর্ধেকটা লেবু চিপে দিন উপরে। ১ ঘণ্টা অপেক্ষা করে পানির কল ছেড়ে পরিষ্কার করে ফেলুন।
* মেঝের টাইলসের ফাঁকে ফাঁকে ময়লা জমে আছে? পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়ে ঘষুন। দূর হবে ময়লা।

* আঠালো লেবেল ওঠাতে পারেন এভাবে
* প্লাস্টিক, কাচ কিংবা মাটির পাত্র থেকে আঠালো লেবেল ওঠাতে চাইলে হেয়ার ড্রায়ার ধরে রাখুন এক মিনিট। খুব সহজেই উঠে আসবে।
* স্টিকার আঠালো হয়ে আটকে আছে কাঠের আসবাবে? বেকিং সোডার সঙ্গে সয়াবিন তেল মিশিয়ে ওপরে বুলিয়ে দিন ব্রাশের সাহায্যে। ৫ মিনিট পর টেনে উঠিয়ে ফেলুন।
* দেয়াল থেকে পেরেক উঠিয়ে ফেলার পর ছিদ্র হয়ে থাকে দেয়াল, যা দৃষ্টিকটু। এই সমস্যা থেকে রেহাই পেতে মোম গলিয়ে বুলিয়ে দিন উপরে।
* দেয়াল থেকে রং পেন্সিলের দাগ ওঠাতে চাইলে হেয়ার ড্রায়ার ধরে রাখুন কিছুক্ষণ। সহজে উঠে যাবে দাগ।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ