আজকের শিরোনাম :

কলার কন্ডিশনারে হবে ঝলমলে চুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০১৮, ১০:২৭

ঢাকা, ০২ আগস্ট, এবিনিউজ : চুল ভালো রাখতে ডিপ কন্ডিশনিংয়ের বিকল্প নেই। কলা, মধু, দইসহ বিভিন্ন উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করে নিতে পারেন ঘরোয়া কন্ডিশনার। এটি চুল ঝলমলে করবে। পাশাপাশি কমাবে চুল পড়া।

তৈরি ও ব্যবহার
* ২টি কলা ছোট ছোট টুকরা করে কেটে চটকে নিন।
* ২ চা চামচ দই মেশান।
* ২ টেবিল চামচ নারকেলের দুধ মেশান।
* ২ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন।
* ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন মিশ্রণে।
* ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান।
* কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন।
* ১ টেবিল চামচ দই মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন মিশ্রণটি।
* চুলের জট ছাড়িয়ে ভিজিয়ে নিন।
* ভেজা চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান কলার কন্ডিশনার।
* শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করুন।
* প্রচুর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ