যেসব প্রসাধনী ফ্রিজে রাখবেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ১০:০৩

ঢাকা, ০১ আগস্ট, এবিনিউজ : কিছু প্রসাধনী দীর্ঘদিন ভালো রাখতে চাইলে ফ্রিজে রাখতে হবে। জেনে নিন কোন প্রসাধনীগুলো ফ্রিজে রাখবেন অবশ্যই।

নেইল পলিশ : সূর্যের আলো লাগলে নেইল পলিশ জমে যায়। গরমে নেইল পলিশের রংও বদলে যায়। ফ্রিজে রাখলে এটি যেমন তরল থাকে দীর্ঘদিন, তেমনি আসল রংও বজায় থাকে।


লিপস্টিক : লিপস্টিকে থাকা কেমিক্যাল কিছুদিন পরই নষ্ট হতে শুরু করে। ফলে লিপস্টিক শুকিয়ে যায়। যদি লিপস্টিক বেশি দিন ভালো রাখতে চান তা হলে অবশ্যই ফ্রিজে রাখুন।

তরল মেকআপ : যে কোনো তরল মেকআপ একবার সিল খুলে ব্যবহার করতে শুরু করলেই শুকিয়ে যেতে থাকে। তাই ফাউন্ডেশন, আইলাইনার বা মাস্কারা সবসময় ফ্রিজে রাখুন।

আইক্রিম বা জেল : ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকে আইক্রিমের গুণগত মান। আবার ঠান্ডা আইজেল চোখের কোণে লাগালে ক্লান্তি দূর হয় ঝটপট।

সানস্ক্রিন : ব্যবহার করার সঙ্গে সঙ্গে সানস্ক্রিন ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঘরের তাপমাত্রায় সানস্ক্রিনের এসপিএফ মাত্রা নষ্ট হয়ে যায়। ফলে সানস্ক্রিন লাগালেও তা আর রোদ থেকে বাঁচানোর কাজ করে না।

পারফিউম : পারফিউম ফ্রিজে রাখা জরুরি। সূর্যের আলোয় পারফিউমে থাকা রাসায়নিকের গঠন নষ্ট হয়ে যায় এবং সুগন্ধ চলে যায়।
সূত্র : ইন্টারনেট

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ