আজকের শিরোনাম :

আলুর রসে দূর হবে বলিরেখা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৮, ১০:১৬

ঢাকা, ৩০ জুলাই, এবিনিউজ : রোদ ও ধুলাবালিতে ত্বক নির্জীব হয়ে পড়ে। আলুর রসের সাহায্যে দূর করতে পারেন ত্বকের কালচে দাগ। আলুর রস নিয়মিত ব্যবহারে দূর হবে বলিরেখাও। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে আলুর রস ব্যবহার করবেন।

* সমপরিমাণ টক দই ও আলুর রস মিশিয়ে নিন। ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে টানটান ও মসৃণ।
* সমপরিমাণ আলুর রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের কালচে দাগ দূর হবে।

* ১ কাপ পানির সঙ্গে ৫ চা চামচ আলুর রস ও ১ চা চামচ বেকিং সোডা মেশান। মিশ্রণটি ত্বকে লাগান। প্রাকৃতিকভাবে ত্বক হবে পরিষ্কার।  

* চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে আলুর রস। এ জন্য সমপরিমাণ আলুর রস ও শসার রস মিশিয়ে চোখের আশপাশের অংশে লাগান। তুলা ভিজিয়ে চোখের উপর দিয়ে রাখলে সবচেয়ে ভালো ফল পাবেন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন চোখ।

* মুলতানি মাটির সঙ্গে লেবুর রস ও আলুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। সুকিএয় গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
সূত্র : ইন্টারনেট

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ