আজকের শিরোনাম :

আজ থেকে শুরু উবার আন্তঃনগর রাইড শেয়ারিং সার্ভিস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ১৪:২৪

ঢাকা, ২৬ জুলাই, এবিনিউজ : এখন আন্তঃনগর রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে গাজীপুর ও সাভার ঘুরে আসতে পারবেন যাত্রীরা। সার্ভিসটি ব্যবহার করতে পারবেন ১০ ঘণ্টা পর্যন্ত। বিশ্বের অন্যতম রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার ঢাকা থেকে চালু করেছে আন্তঃনগর রাইড শেয়ারিং সার্ভিস। আজ থেকে উবার যাত্রীরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ২২ টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিটে ৩ টাকা। রাইডারদের চলাচলের সুবিধার্থে এখন গাজীপুর ও সাভারে নিয়মিত চলাচল করবে উবার। 

যেভাবে কাজ করে উবারইন্টারসিটি
ক) উবার অ্যাপ খুলে আপনার পছন্দমতো গন্তব্যস্থল (সাভার অথবা গাজীপুর) সেট করুন।
খ) অ্যাপে ভেসে উঠবে উবার ইন্টারসিটি অপশন
গ) বুকিং কনফার্ম করলেই উবারের গাড়ি চলে আসবে
ঘ) অ্যাপ আপনাকে যাত্রার সম্ভাব্য ভাড়া জানাবে। মূল ভাড়া নির্ধারিত হবে ট্রিপের ভ্রমণ দূরত্ব ও সময় অনুযায়ী। 
ঙ) ওয়ান ওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সার্ভিস এরিয়ার বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি ভাড়া সাভার অথবা গাজীপুরে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে। 
চ) রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। 

বিস্তারিত জানতে ভিজিট করুন ব্লগসাইটে

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ