আজকের শিরোনাম :

ঈদের স্পেশাল মেন্যুতে রাখুন গুড়ের পায়েস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০, ১৯:১০

‘কুনাফা’ বা ‘বাকলাভা’ বলুন আর স্যান্ডউইচ-পাস্তা আমাদের দেশি ঐতিহ্যবাহী মিষ্টি খাবার গুড়ের পায়েস সব খাবারের সেরা। আর তাই এই করোনার সময়ের ইদে কোনো কিছুই যখন আগের মতো হচ্ছে না, খাবারে চেষ্টা করুন প্রিয় সব আইটেম রাখতে। জেনে নিন ইদের স্পেশাল মেন্যুতে গুড়ের পায়েস তৈরির খুব সহজ রেসিপি-

উপকরণ

গরুর দুধ ৪ লিটার খেজুরের গুড় দেড় কাপ পোলায়ের চাল আধা কাপ, আস্ত এলাচ ২-৩টা, কোরানো নারকেল আধা কাপ(ইচ্ছা), কনডেন্স মিল্ক এক কাপ, বাদাম কুচি সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন গুড়ের পায়েস

* প্রথমে পোলাও এর চাল ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। গুড় ১ কাপ পানি দিয়ে জ্বাল করে সিরার মতো করে ঠান্ডা করে নিন।

* এবার চুলায় একটি হাড়িতে দুধ জ্বাল বসাতে হবে, তাতে আস্ত এলাচ দিয়ে দিতে হবে। দুধ ঘন হয়ে অর্ধেক হলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। এবার অনবরত নাড়তে থাকুন যেন লেগে না যায়।

* চাল ফুটে উঠলে কোরানো নারকেল এবং কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে পায়েস ঘন হয়ে আসলে নামিয়ে নিন।

* এবার খেজুরের গুড়ের শিরা ভালোভাবে মিশিয়ে দিন।

সব শেষে সুন্দর একটি পাত্রে ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে ঈদের দিন পরিবেশন করুন দারুণ মজার গুড়ের পায়েস।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ