আজকের শিরোনাম :

গরমেও চুল থাকবে চকচকে!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ১৮:৪২

ঢাকা, ০৪ জুলাই, এবিনিউজ : গ্রীষ্মকাল ভালো দিক খুঁজে বের করা বেশ কঠিন৷ সূর্যের প্রখর তাপে শরীর, ত্বক, চুল সবই খারাপ হয়ে যায়৷ শরীর এবং ত্বকের খেয়াল মাঝে মধ্যে রাখ হলেও চুলের যত্ন একেবারেই নেওয়া হয়ে ওঠে না৷ লম্বা কিংবা ছোট, হোক বা ঘন, সবরকম চুলেরই কমবেশি যত্ন তো দরকার হয়৷ ছোট বা পাতলা চুল বলে যে কম যত্ন করতে হবে তার কোনও মানে নেই৷ চুলের যত্ন নেওয়ার কিছু সহজ পদ্ধতি দেখে নিন চটপট৷

১) সপ্তাহে দু-তিন দিন গরম তেল মাসাজ করুন৷ কারণ গরমকালে স্ক্যাল্পে খুব ময়লা জমে৷ ঘামের জন্য তালু আঠালো হয়ে যায়৷ সেটা অনেকেই সরাসরি শ্যাম্পু করে ফেলেন৷ সেটা না করে আগে হট ওয়েল মাসাজ করুন৷ রাতভোর রেখে পরের দিন শ্যাম্পু করে নিন৷ দেখবেন চুল অনেকটা সফ্ট হয়ে যাবে৷

২) চুলের জট নিয়মিত ছাড়ান৷ চুলে জট থাকার কারণে সমস্যা আরও বাড়ে৷ চুল আঁছরাতে গিয়ে ছিড়ে যায়৷ তালুতে ব্যাথা হয়৷ চুলের আগাও নষ্ট হয়ে যায় বেশি জোড়ে চুল আঁছরাতে গেলে৷ ঘুমোতে যাওয়ার আগে বিনুনি বেঁধে শুয়ে পড়ুন৷

৩) শশার রস বের করে চুলে তেলের মতো মাসাজ করতে থাকুন৷ গরমকালে এই উপায় স্ক্যাল্প ঠান্ডা রাখা হয়৷ বাড়িতে বসে কয়েক মিনিটে বানিয়ে ফেলুন শশার এই প্যাকটি৷ স্ক্যাল্প ঠান্ডা রাখার সঙ্গে তালুর ড্রাইনেসও কমাবে৷

৪) ন্যাচারাল শ্যাম্পু দিয়েই চুল ধুয়ে নিন৷ কেমিকাল দেওয়া শ্যাম্পু ব্যবহার করে আপনি অজান্তে আপনার চুলের ক্ষতি করছেন৷ কেমিকাল শ্যাম্পুর জায়গায় ব্যবহার করুন ন্যাচারাল শ্যাম্পু৷

৫) রোদে বোরবার আগে ভালো করে চুলটা কোনও স্কার্ফ দিয়ে জড়িয়ে নিন৷ যাতে সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার চুলের ক্ষতি না করতে পারে৷

৬) স্নানে যাওয়ার আগে ডিমের সাদা অংশ চুলের মেখে নিন৷ ডিমের এই সাদা অংশ চুলপড়া বন্ধ করতে সাহায্য করে৷ চুলের স্ক্যাল্প থেকে আগা পর্যন্ত পুরোটাই ভালো করে ডিমের সাদা অংশটা লাগিয়ে ফেলুন৷

৭) প্রত্যেক দু’মাস অন্তর অন্তর চুলের আগা ছেঁটে নিন৷ একটু ঘষা লাগলেই আপনার চুলের স্প্লিট এন্ডস তৈরি হয়৷ যা এড়িয়ে গেলে আস্তে আস্তে পুরো চুলটাই নষ্ট করে দেয়৷ এর জন্য চুলের আগা কেটে নেওয়া খুব দরকার৷ পার্লারে যেতে না পারলেও চুল ভিজিয়ে বাড়িতেই কেটে ফেলুন চুলের তলাটা৷

৮) বিয়ার দিয়ে চুল ওয়াশ করুন৷ এই বিয়ার ওয়াশ আপনি মাঝে মধ্যে করতে পারেন৷ বাড়িতেই বিয়ার দিয়ে চুল ধুয়ে নিন৷ এতে আপনার চুলের পুরনো শাইন ফিরে আসবে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ