আজকের শিরোনাম :

রোজকার টিপস : কাঠের চিড় সারবে এই ম্যাজিকে!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:০৪

প্রতিদিনের কাজের কি আর শেষ আছে? সকাল থেকে রাত অব্দি কাজ করেও যেন শেষ করা যায় না। রোজকার কাজগুলো করার ক্ষেত্রে কিছু কৌশল বা টিপস কাজে লাগালে তা হয়ে যায় সহজ আর সুন্দর। দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরও সহজ করার উদ্দেশ্যেই ‘দৈনিক অধিকার’- এর নিয়মিত আয়োজন ‘রোজকার টিপস’।

বাগানবাড়ি কিংবা কটেজ তৈরি করতে অনেকেই আজকাল শখ করে কাঠের ফ্লোর দিয়ে থাকেন। এসব উডেন ফ্লোর ঘরের সৌন্দর্যে অন্যরকম মাত্রা এনে দেয়। কিন্তু সমস্যার শুরু হয় বছর ঘুরতেই। হুট করে কাঠের মেঝেতে দেখা দেয় চিড়। কাঠে হওয়া চিড়গুলো যেন চিড় ধরায় শখের গায়েও।

ছোট্ট একটি মজার কৌশলে কিন্তু এই চিড় দূর করা যায়। সেটি কী? চলুন জেনে নিই-

আখরোটের নাম শুনেছেন? দেহের জন্য উপকারী একটি বাদাম একটি। সেসঙ্গে কাঠের চিড় সারাতেও দারুণ কাজ করে। একটি আখরোট বাদাম গুঁড়ো করে ফাটলের অংশ ভালো করে দিন। পুরো অংশ ভরাট করে ফেলুন। আখরোটের থেকে নিঃসৃত তেল ধীরে ধীরে এই চিড় ভরিয়ে দিবে। আর এর রঙ কাঠের মতো হওয়ায় বেমানানও লাগবে না।

আপনার ঘরের কোনো কাঠের জিনিসে কি চিড় ধরেছে? এই উপায়টি কাজে লাগিয়েই দেখুন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ