আজকের শিরোনাম :

ব্রণের দাগ চিরতরে সারায় এই উদ্ভিদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৯:৩২

মুখের সৌন্দর্য নষ্ট করার জন্য ব্রণই যথেষ্ট। অনেকসময় আবার ব্রণ চলে গেলেও থেকে যায় এর দাগ। ব্রণ কিংবা ব্রণজনিত দাগ থেকে মুক্তি পেতে নানা ধরণের প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন অনেক নারীই।

আমাদের আশেপাশে থাকা একটি উদ্ভিদ কিন্তু এই কাজে কার্যকরী ভূমিকা রাখে। হ্যাঁ, পরিচিত এই উদ্ভিদের মাধ্যমেই ব্রণ ও এর দাগ থেকে চিরস্থায়ী মুক্তি পাওয়া সম্ভব। কীভাবে? চলুন জেনে নিই-

হাতিগুঁড়ো বা হাতিশুর নামে পরিচিত গাছটিকে নিশ্চয়ই চেনেন। সব যায়গায় দেখা মিলে এই গাছটির। ব্রণের দাগ সারাতে এটি বেশ কার্যকর। গাছের পাতা ও ডাল থেঁতো করে নিন। এবার তা ব্রণের ওপর প্রলেপ দিয়ে রাখুন। ঘণ্টাখানের পর ঠান্ডা পানির সাহায্য ধুয়ে ফেলুন।

নিয়মিত এই পদ্ধতি কাজে লাগালে ব্রণ ও এর দাগ থেকে মুক্তি মিলবে সহজেই।  

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ