আজকের শিরোনাম :

সহজেই বাসন পরিষ্কার করার টিপস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ১০:২০

থালা-বাসন পরিষ্কারের কয়েকটি কৌশল জেনে রাখুন। তা হলে আপনার কাজটি খুব সহজ হবে। দেখে নিন কীভাবে বাসন পরিষ্কার করবেন-

>>  বাসন থেকে চর্বির দাগ সহজে যেতে চায় না। প্রথমে লবণ দিয়ে ভিজিয়ে রেখে এরপর ডিশ ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন। এতে তেল দূর হওয়ার পাশাপাশি তেলের গন্ধও দূর হবে। তবে ননস্টিক প্যান পরিষ্কার করতে লবণ ব্যবহার করবেন না। এতে স্ক্র্যাচ পড়ে প্যান নষ্ট হয়ে যেতে পারে।

>> যদি দেখেন বাসনে পোড়া দাগ অনেক বেশি তাহলে বাসনগুলো ফ্রিজে রেখে এক ঘণ্টা ঠাণ্ডা করে নিন। যখন পোড়া দাগ ঠাণ্ডার কারণে শক্ত বরফ হবে তখন ঘষা দিলেই এই দাগ উঠে যাবে। এর পর ডিশ ক্লিনার দিয়ে ধুয়ে ফেলুন।

>> সারারাত লবণের পানিতে বাসন ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে লবণ পানিসহ সেই বাসন চুলায় গরম করুন। দেখবেন বাসনের তেলতেলে ভাব দূর হয়ে গেছে এবং বাসনের উজ্জ্বলতা বেড়ে গেছে।

>> পানির সঙ্গে এক চা চামচ ভিনেগার মিশিয়ে গরম করে সেই পানি দিয়ে বাসন পরিষ্কার করুন। এতে তেল, দাগ, গন্ধ সব দূর হয়ে যাবে।

>> পুরনো বাসনে লেবুর রস দিয়ে ভালো করে ঘষলে দেখবেন এর ভেতর এবং বাহিরে ঝকঝক করছে। কারণ লেবুর সাইট্রিক এসিড দাগ তুলতে বেশ কার্যকর।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ