আজকের শিরোনাম :

জং ধরা জিনিস হবে ঝকঝকে সহজ এ উপায়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ২০:২০

পানির সংস্পর্শে এসে কিংবা অবহেলার কারণে অনেকসময় লোহার জিনিসে মরিচা বা জং পড়ে। আর এর কারণে সেসব জিনিস নষ্টও হয়। ছোট্ট একটি উপায় কাজে লাগিয়ে কিন্তু এই মরিচা দূর করা যায়। চলুন এই উপায়টি সম্পর্কেই জেনে নিই-

যেকোনো জিনিস থেকে জং দূর করে তাকে ঝকঝকে করতে ভিনেগারের জুড়ি নেই। একটি বড় পাত্রে সাদা ভিনেগার নিন। এতে জং ধরা জিনিস দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে বাসন মাজার স্পঞ্জের সাহায্যে ধুয়ে ফেলুন। দেখবেন জং দূর হয়ে গেছে।

বড় সরঞ্জামের ক্ষেত্রে একটি কাপড়কে সারারাত ভিনেগারে ভিজিয়ে তা দিয়ে জং ধরা অংশ ঘষে ধুয়ে ফেলুন। পরিষ্কার হয়ে যাবে মুহূর্তেই।

মরিচার দাগ দূর করতে আরেকটি কার্যকরী উপাদান হলো লেবু। একটি বাটিতে সমপরিমাণ লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে নিন। একটি মাজুনিতে এই মিশ্রণ লাগিয়ে জং ধরা অংশ মেজে নিন। দাগ বেশি কঠিন হলে এই মিশ্রণ লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ঘষে পরিষ্কার করে নিন। দাগ চলে যাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ