আজকের শিরোনাম :

জেনে নিন দইয়ের ব্যতিক্রমী ৪ ব্যবহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১০:১২

পুষ্টিগুণে অনন্য দই। এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি রূপচর্চায়ও এর জুড়ি মেলা ভার। আবার দই ব্যবহার করতে পারেন মেটাল পরিষ্কার করতেও। জেনে নিন দইয়ের ব্যতিক্রমী কিছু ব্যবহার সম্পর্কে। 

>> ১/৪ চামচ মধু, ১/৪ চামচ মুলতানি মাটি এবং ১ চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া ত্বকের বলিরেখা দূর করবে। 

>> কেবল ত্বকের যতেœ নয়, চুলের যত্নেও দই অনন্য। এতে থাকা ভিটামিন বি৫ এবং ডি চুলের গোড়ায় পুষ্টি জোগায়। সুন্দর চুলের জন্য টক দই ম্যাসাজ করুন মাথার ত্বকে। ৩ মিনিট পর ধুয়ে ফেলুন।

>> শুধুই কি রূপচর্চা? গৃহস্থালি কাজেও রয়েছে দইয়ের ব্যবহার। ব্রাস মেটালের তৈজস বা শো পিসে মরিচা ধরলে টক দই দিয়ে ঘষুন। অপেক্ষা করুন শুকানোর জন্য। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড দূর করবে মরিচা।

>> পোষা প্রাণীর লোম ফুরফুরে ও নরম করতে ব্যবহার করতে পারেন দই। গোসল করানোর সময় দই লাগিয়ে রাখুন কুকুরের গায়ে। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ