আজকের শিরোনাম :

জেনে নিন ফ্রিজ ব্যবহারের কৌশল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১

ফ্রিজ আমাদের প্রয়োজনীয় জিনিস।  ফ্রিজ ব্যবহারে কিছু কৌশল আছে। এগুলো হলো-

>> নরমাল ফ্রিজ কিংবা ডিপ ফ্রিজ বাসায় ডেলিভারির ৩-৪ ঘণ্টা পর বৈদ্যুতিক সংযোগ দিন।
>> রেফ্রিজারেটর/ডিপ ফ্রিজ অন করার সঙ্গে সঙ্গে কোনো খাবার  রাখবেন না। প্রথমে ১-২ লিটার বোতল পানি রেখে ১০-১২ ঘণ্টা অপেক্ষা করুন।
>> ধাপে ধাপে খাবার রাখুন। সব খাবার একবারে রাখবেন না। এতে ফ্রিজ সঠিক তাপমাত্রায় আসতে পারে না।
>> গরম অবস্থায় কোনো খাবার রেফ্রিজারেটরে রাখলে খাবার এবং রেফ্রিজারেটর নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
>> কোরবানির মাংস কাটা শেষ করে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখলে মাংস নষ্ট হয়ে যাবে। এ ক্ষেত্রে কাটা মাংস বাইরে কমপক্ষে ২-৩ ঘণ্টা রাখার পর ধাপে ধাপে ফ্রিজে রাখতে হবে।
>> ফ্রিজের দরজা যত কম খোলা যায়, তত বেশি সময় ধরে খাবার ভালো থাকবে এবং ফ্রিজও টেকসই হবে।
>> ভোল্টেজের তারতম্যের জন্য ক্ষতি এড়াতে ফ্রিজের ক্যাপাসিটি অনুযায়ী প্রয়োজন হলে ভি-গার্ড ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন।
>> ডেলিভারির সময় মানি রিসিটটি যত্ন করে রাখুন। পরবর্তী সময়ে সার্ভিস বা ওয়ারেন্টি কাজে এটি দরকার হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ