তেলাপোকার উপদ্রব কমাতে করণীয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ০৯:৫৫

বিরক্তির কারণ হয়ে উঠেছে তেলাপোকা? কিছুতেই কিছু হচ্ছে না? চিন্তা নেই, এই বিষয়গুলো অনুসরণ করুন, আপনার বাসা থেকে তেলাপোকা পালাবে।

>> সামান্য পানিতে এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়া, একটা রসুনের কোয়া, একটা পেঁয়াজ বাটা মেশান। এটাকে এক ঘণ্টা রেখে দিন। এর পর এক টেবিল চামচ লিকুইড সাবান মেশান এবং তেলাপোকার আস্তানায় ছড়িয়ে দিন। এর গন্ধ তেলাপোকাকে দূরে তাড়িয়ে দেবে।

>> আলমারিতে, কাপড় রাখার স্থানে এবং তোশকের নিচে শুকনো নিমপাতা বা কালোজিরা কাপড়ে বেঁধে রাখুন। নিমপাতা পানিতে দিয়ে ঘর মুছুন। তেলাপোকার উপদ্রব কমবে।

>> বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিষ্টির সঙ্গে মিশিয়ে তা ছড়িয়ে দিতে পারেন ঘরে। মিষ্টির গন্ধে তেলাপোকা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার কারণে মরবে।

>> তেজপাতা দিয়ে সহজেই তেলাপোকা তাড়াতে পারেন। তেজপাতার গুঁড়া ছড়িয়ে দিন ঘরের আনাচে-কানাচে। এর গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না।

>> এ ছাড়া গোলমরিচ এক চা চামচ, রসুন আর পেঁয়াজ বাটা আধা কাপ নিয়ে এক লিটার পানিতে মিশিয়ে নিন। এবার এই পানি ঘর মোছার জন্যও ব্যবহার করুন। দেখবেন তেলাপোকা কমে গেছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ