আজকের শিরোনাম :

মুখের লোম তোলার জন্য গুরুত্বপূর্ণ টিপস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ১৫:৩৮

ঢাকা, ০৯ জুন, এবিনিউজ : অধিকাংশ মহিলাই মুখের অতিরিক্ত লোম তুলতে পার্লারে যান৷ অনেকে বাড়িতেই বিভিন্ন ফেশিয়াল কিট ব্যবহার করেন৷ তবে অনেকেই হয়তো জানেন না মুখের লোম তেলার আগে কিছু টেকনিক আছে৷ সেইগুলি মেনে না চললে ক্ষতি হতে পারে আপনার ত্বকের৷ মুখের ত্বক শরীরের সবথেকে সূক্ষ্ম জায়গা গুলির মধ্যে একটি৷ অতয়েব তাকে রক্ষা করার দায়িত্বও অনেক বেশি৷ মুখের লোম তুলতে গিয়ে কমবেশি সবাই কোন না কোন ভুল করে বসেন৷ সেই ভুল যাতে পরবর্তীকালে আপনার রূপের ক্ষতি না করে সেই টিপস নিয়েই হাজির কলকাতা ২৪x৭৷

বিভিন্ন ধরণের পদ্ধতিতেই আজকাল সবাই লোম তোলেন৷ প্রতিটি পদ্ধতির জন্যই রয়েছে টিপস৷

১) লেজার হেয়ার রিমুভাল
লেজার ট্রিটমেন্টে যে রেজাল্ট পাওয়া যায় তা দীর্ঘস্থায়ী৷ ভবিষ্যতে লোমের গ্রোথটাকেও অনেকটা কম করে দেয়৷ মোটা লোম না ওঠার কারণও হল এই লেজার রিমভাল৷ তার ওপর এই হেয়ার রিমভালে ত্বকে কোনও ব্যাথা হয় না৷ তবে কোনও নামী দামী জায়গা থেকে এই লেজার রিমভাল না করালে মারাত্মক ক্ষতি করতে পারে আপনার ত্বকের৷ মুখের ব্যাপারে যেহেতু সবাই একটু বেশিই সচেতন হয়ে থাকে তাই এক্সপার্টের গাইডেন্স ছাড়া এই হেয়ার রিমভাল পদ্ধতিতে না যাওয়াই ভাল৷ কারণ এই পদ্ধতি যথেষ্ট ব্যয়সাপেক্ষ৷ যাতে পরবর্তীকালে আপনাকে পচতাতে না হয় তার জন্য ত্বকের ডাক্তারের সঙ্গে আলোচনা করেই এই পদ্ধতিতে যাওয়া সঠিক৷

২) শেভিং
হেয়ার রিমভালের ক্ষেত্রে শেভিংয়ের থেকে চটজলদি পদ্ধতি আর কোথাও নেই৷ তবে এই পদ্ধতির কিছু নেগেটিভ দিক ও রয়েছে৷ যেমন তাড়াহুড়োতে শেভ করতে গিয়ে কেটে যাওয়ার আশঙ্কা থাকে৷ শেভিংয়ের পরই সঙ্গে সঙ্গে লোম উঠে যাওয়ারও একটা ব্যাপার রয়েছে৷ এই পদ্ধতি দীর্ঘস্থায়ী একেবারেই নয়৷ কয়েকদিনের মধ্যে আবার শেভ করতে হয়৷ তবে সঠিক টেকনিকে রেজর ব্যবহার করলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়৷ রেজর দিয়ে শেভ করার পর কোনও ভাল লোশন ব্যবহার করুন, তাতে আপনার ত্বকও পুড়ে যাবে না এবং নরম থাকবে৷

৩) থ্রেডিং
মুখের লোম তোলার দিক থেকে থ্রেডিংটাই অধিকাংশ মহিলারা পছন্দ করেন৷ তবে বেশ দামী পদ্ধতি৷ এই পদ্ধতিটিও লংলাস্টিং নয়৷ একবার করাবার দু’দিনের মধ্যে আবার করতে হয়৷ তবে এক একজন মহিলার এক একরকমের ত্বক হওয়ার কারণে থ্রেডিং পদ্ধতিতে ত্বকের খানিক ক্ষতি হতে পারে৷ কারও খুব বেশি সেনসিটিভ ত্বক হলে খুব সহজেই খারাপ প্রভাব ফেলতে পারে৷ ভুল পদ্ধতিতে থ্রেড করলে মুখের বিভিন্ন জায়গায় কেটে যেতে পারে৷

৪) ওয়্যাক্সিং
ওয়্যাক্সিংয়ের একটি অভিনব দিক হল একটি ত্বকের ভেতরের লেয়ার থেকেও মুখের লোম তুলে আনে৷ অনেকদিন পর ওয়্যাক্সিং করালেও কোনও অসুবিধে হয় না৷ তবে ওয়্যাক্সিং ত্বকে বেশ ব্যাথা করে৷ মুখের লোম তোলার সময় আরও ব্যাথা করে৷ ত্বকের অন্যান্য জায়গা যেখানে অতিরিক্ত লোম বেরোয় না, ওয়্যাক্সিংয়ের কারণে সেখানেও লোম বেরিয়ে যাতে পারে৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ