আজকের শিরোনাম :

যেভাবে পিঁপড়ামুক্ত রাখবেন চিনি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১০:১৪

পিঁপড়া থেকে চিনি বাঁচাতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা? কয়েকটি সহজ উপায়ে পিঁপড়া থেকে সুরক্ষিত রাখতে পারেন চিনি। 

* চিনি বা খাবারের গন্ধ যেমন পিঁপড়াকে আকৃষ্ঠ করে, তেমনি কিছু গন্ধ এমনও রয়েছে যেগুলি পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না। যেমন লেবুর খোসা। এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২-৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ের দল।
* চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। পিঁপড়া আসবে না।
* দারুচিনির গন্ধ পিঁপডড়া মোটেই সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দুই একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন।
* চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পরপর সেটি বদলে ফেলুন। পিঁপড়া ভিড়বে না।

তথ্যসূত্র : জি নিউজ

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ