আজকের শিরোনাম :

বরফের নানা ব্যবহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ১০:২৯

সাধারণত পানীয় ঠাণ্ডা করতেই বরফের টুকরো ব্যবহার করে থাকি। কখনো আঘাত লাগলে, সেটি সারিয়ে তুলতেও ব্যবহার করা হয় বরফের টুকরো। কিন্তু এর বাইরে আরও অনেক ব্যবহার রয়েছে সেগুলো জেনে নিন-

>> দুষ্টুমি করে চুলে যদি বন্ধুরা চুইংগাম আটকে দেয় তবে ফট করে কেটে ফেলবেন না। চুলের সেই জায়গায় বরফ ঘষতে থাকুন। বরফের সঙ্গে চুইংগাম উঠে আসবে।

>> ফ্রিজে থাকা কড়কড়ে ঠাণ্ডা ভাত গরম করার সময় একটুকরো বরফ দিয়ে দিন। ভাত গরম হবে আর বরফ গলতে থাকবে। ফলে আর্দ্রতা ফিরে পাবে ভাত। একদম নতুন ঝরঝরে ভাত মনে হবে।  

>> কাপড় ইস্ত্রি করতে গেলে পানি না ছিটিয়ে বেশি কুঁচকানো অংশে বরফ ঘষে নিন। দেখবেন খুব দ্রুত কাপড় ইস্ত্রি করে ফেলতে পারবেন কোনো হ্যাপা ছাড়াই।

>> জামা কাপড়ে বা জুতায় চুইংগাম লাগলে একই ব্যবস্থা নিতে হবে। বরফ ঘষতে থাকলে চুইংগাম শক্ত হয়ে উঠে আসবে।

>> ত্বকের যে কোনো জ্বালাপোড়ায় বরফ ব্যবহার করুন। কমে যাবে।
তথ্যসূত্র :  জিনিউজ

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ