আজকের শিরোনাম :

বেকিং সোডায় পোকা দূর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ১০:২৬

শহরের প্রায় প্রতিটি বাড়িতে তেলাপোকা রয়েছে। ছাড়পোকা এখন নিত্যদিনের বিষয়। এসব পোকামাকড় থেকে নিজেকে ও নিজের ঘরের সুরক্ষা চাইলে ব্যবহার করুন বেকিং সোডা। খাবার সোডা ভীষণ উপকারী পোকা তাড়াতে।

আধা কাপ বেকিং সোডা পানিয়ে মিলিয়ে মেঝে পরিষ্কার করুন। এ ছাড়া ওভেন ও আসবাব পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন এটি। এতে তেলাপোকা হাঁটবে না।

দেড় চামচ ময়দায় এক চামচ বেকিং পাউডার ও আধ চামচ পানি দিয়ে ঝুরি ঝুরি করে সারা ঘর ছড়িয়ে রাখুন। তেলাপোকা চলে যাবে।

ছাড়পোকার প্রকোপ হয়েছে এমন বিছানায়, সোফার কুশনে বেকিং সোডা ছড়িয়ে রোদে দিন। ছাড়পোকা চলে যাবে। পরে সুবিধামতো ঝেড়ে নেবেন।

ঘরের কোণায় কিংবা সিংকের পাইপের মুখে রাতে ঘুমানোর আগে আধ চামচ বেকিং পাউডার ছড়িয়ে রাখুন। সকালে ঝকঝকে বাড়িঘর। টানা একসপ্তাহ এমন করলে পোকার চিহ্ন থাকবে না বাড়িতে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ