আজকের শিরোনাম :

জেনে নিন লেবুর ৭ ভিন্ন ব্যবহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১০:৫০

লেবুর রস ও খোসা ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে। এটি যেমন খাবারে নিয়ে আসবে চমৎকার ফ্লেভার, তেমনি গৃহস্থালি কাজও করবে সহজ। জেনে নিন লেবুর এমন কিছুর ব্যবহারের কথা-

>> লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিন। লেবুর সুগন্ধযুক্ত এই গুঁড়া ব্যবহার করতে পারবেন সালাদ কিংবা পানীয়তে। এ ছাড়া রূপচর্চার জন্য তৈরি যে কোনো প্যাকেও এটি ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। লেবুর খোসা গুঁড়া ১ বছর পর্যন্ত ফ্রিজে ভালো রাখতে পারবেন।

>> দরজার লক অথবা বেসিনের কল ঝকঝকে করতে লেবু অর্ধেক করে মোটা দানার লবণ লাগিয়ে ঘষে নিন।

>> ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি স্পঞ্জ লেবুর রসে ডুবিয়ে ফ্রিজে রেখে দিন।

>> পোকার বাসার ওপরে লেবুর রস ছড়িয়ে দিন। কমবে পোকামাকড়ের উপদ্রব।>> প্রাকৃতিক ডিওডরেন্ট হিসেবে লেবু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। গোসলের পর এক টুকরো লেবু বাহুমূলে ঘষে নিন। ঘামের দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না।
  
>> চপিং বোর্ড পরিষ্কার করতে চাইলে সামান্য লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন।

>> পোশাক থেকে কলমের দাগ দূর করতে চাইলে লেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে ঘষে নিন।


এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ