আজকের শিরোনাম :

যেভাবে মন ভালো রাখবেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ১০:২৪

ঢাকা, ৩০ মে, এবিনিউজ : কর্মব্যস্ত জীবনে আমাদের প্রাণ খুলে হাসার সময়টাই যেন হারিয়ে গেছে। ফলে বড়ছে স্ট্রেস, মানসিক অবসাদ। তবে এর সমাধান আছে। এ ক্ষেত্রে সহজ কিছু উপায় মেনে চললেই মানসিক প্রশান্তি পাওয়া সম্ভব।

* মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার। খাবারের সময় বদল করবেন না। আর প্রতিদন অন্তত ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম আর খাওয়া ঠিক থাকলে আপনার মন এমনিই ভালো থাকবে।

* মন ভালো রাখতে চাইলে হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায়। তাই প্রাণ খুলে হাসুন। হাসি মস্তিষ্কে এন্ডরফিনের মাত্রা বাড়ায়, যা মানসিক শান্তি প্রদান করে।

* নিজের ভাবনা চিন্তাকে আগে আপনাকে নিজেকেই সম্মান জানাতে হবে। দুই নৌকায় পা রেখে চলা যায় না। তাই যা করবেন মনে মনে স্থির করে নিন।

* সপ্তাহে একদিন এমন জায়গায় ঘুরে আসুন যেখানে শান্তি আছে, বা মানুষের ভিড় অনেক কম। এতে মনে প্রশান্তির সৃষ্টি হয়। তবে তাই বলে একেবারে শহর ছেড়ে অন্য কোথাও পাড়ি দিতে হবে তা নয়, নিজের শহরেই একটা শান্ত পরিবেশ খুঁজে নিতেই পারেন।

* নিজের বাড়ি বা অফিসের ডেস্ক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জামা কাপড়, বই, ম্যাগাজিন সবই নিজের জায়গায় রাখুন। পরিচ্ছন্নতা মন ভালো রাখে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ