আজকের শিরোনাম :

জেনে নিন তোয়ালের দুর্গন্ধ দূর উপায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ১০:২৮

তোয়ালে নিয়মিত ধোয়া হয় না। তাই সবসময় যেন শুকনা থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। এ জন্য ভেজা তোয়ালে অবশ্যই রোদে শুকানোর ব্যবস্থা করতে হবে। তার পরও যদি গন্ধ না যায় তবে কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে। জেনে নিন তোয়ালের কটুগন্ধ দূর করার উপায়-

* তোয়ালেতে যেন দুর্গন্ধ না হয় সে জন্য ভেজা বা আর্দ্র অবস্থায় বেশিক্ষণ রাখা যাবে না। তোয়ালে ওয়াশিং মেশিনের ড্রায়ার অথবা রোদে শুকিয়ে নিতে হবে।

* সাদা ভিনিগার পানিতে গুলিয়ে ভালো মতো ধুয়ে নিতে পারেন। যদি ওয়াশিং মেশিন থাকে তবে কোনো পরিষ্কারক বা অন্য রাসায়নিক না দিয়ে কেবল ভিনিগার দিয়ে তোয়ালে ধুয়ে নিন। অন্য কোনো কাপড় এর সঙ্গে দেবেন না।   

* বেইকিং সোডা ও ভিনিগার হল রান্নাঘরের শক্তির উৎস, যা দিয়ে ঘরের সব কাজই করা যায়। তোয়ালের জন্য দুই ধাপ অনুসরণ করুন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ