আজকের শিরোনাম :

বেকিং সোডায় দূর হবে তেলাপোকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৫৪

ঘরে তেলাপোকার উপদ্রব বেড়েছে? কেমিক্যালযুক্ত ওষুধের পরিবর্তে হাতের কাছে থাকা কয়েকটি উপাদানের সাহায্যে দূর করতে পারেন তেলাপোকা। জেনে নিন ঘরোয়া উপায়ে তেলাপোকা দূর করার কিছু পদ্ধতি।

>> বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিশ্রণটি দিন ঘরের আনাচে-কানাচে। মিষ্টির গন্ধে তেলাপোকা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার প্রকোপে মারা যাবে।

>> বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দার গুঁড়া মিশিয়ে ছড়িয়ে দিন ঘরের চারপাশে। দূর হবে তেলাপোকা।

>> ঘর মোছার পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন। ঘর হবে পোকামাকড়মুক্ত।

>> বোরিক অ্যাসিডের সঙ্গে চিনি মিশিয়ে সেই মিশ্রণটি ছিটিয়ে দিন যেখানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে। শুধু তেলাপোকা নয়, দূর হবে যেকোনো পোকামাকড়ই।

>> এক চা চামচ গোলমরিচ, কিছুটা রসুন আর অর্ধেক পেঁয়াজ বেটে তাতে এক লিটার পানি মেশান। সাবান পানিও মেশাতে পারেন চাইলে। এবার রান্নাঘর ও বাথরুমে ছিটিয়ে দিন  মিশ্রণটি। ঘর মোছার কাজেও ব্যবহার করা যায় এ পানি। দূর হবে তেলাপোকা।
সূত্র : নিউজ এইটিন

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ