আজকের শিরোনাম :

চুলের বৃদ্ধি বাড়ায় নিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ১০:০৯

রুক্ষতা, খুশকিসহ বিভিন্ন কারণে কমে যায় চুলের বৃদ্ধি। ঘরে তৈরি একটি তেলের সাহায্যে যতœ নিতে পারেন চুলের। নিম ও নারিকেল তেলের মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। পাশাপাশি দূর হবে খুশকি ও বন্ধ হবে চুল পড়া। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন নিমের তেল।  

একটি কাচের বাটিতে ১ কাপ নারিকেলের তেল নিন। ৪ টেবিল চামচ নিম পাতা বেটে মেশান তেলে। তেলসহ বাটি একটি বড় সসপ্যানে গরম পানির মধ্যে রাখুন। সসপ্যান চুলায় দিয়ে দিন। মৃদু আঁচে গরম করুন সসপ্যান। মিশ্রণটি ঘনঘন নাড়তে হবে। ১৫ মিনিটের মধ্যে গাঢ় সবুজ রঙ ধারণ করবে তেল। তেল নামিয়ে ঠাণ্ডা করে করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। তেল সংরক্ষণ করতে পারেন বোতলে।

জেনে নিন
* নিম পাতা বেটে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও উপকার পাবেন।
* নিম পাতা ফোটানো পানি দিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিতে পারেন। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এটি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ