আজকের শিরোনাম :

বছরে ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছেন অ্যালকোহলের নেশায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০

মদের নেশা যে সর্বনাশা সে কথা সকলেরই জানা৷ মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এ উদাহরণও আছে ভুরি ভুরি৷ এরইমধ্যে WHO’র একটি রিপোর্ট পেশ করেছে৷ যেখানে দেখা গিয়েছে অতিরিক্ত মদ্যপানের কারণে ২০১৬ সালে ৩০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ এবং এর মধ্যে অধিকাংশই পুরুষ৷

রিপোর্টে আরও বলা হয়েছে, প্রায় ২৩.৭ কোটি পুরুষ ও ৪.৬ কোটি মহিলা মদ থেকে বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি৷ ইউরোপ ও আমেরিকায় এই সংক্রান্ত সমস্যা সবথেকে বেশি৷ অতিরিক্ত মদ্যপানের জন্য শুধুমাত্র অসুস্থ হয়ে মৃত্যু হয়, নেশাগ্রস্ত থাকার কারণে দুর্ঘটনাতেও প্রাণ হারিয়েছেন বহু৷ এক্ষেত্রে পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা বেশি৷ সঙ্গে রয়েছে নিজেই নিজের ক্ষতি করার প্রবণতা৷

নেশার ঘোরে কেউ হয়তো নিজের হাত কেটে ফেলেছেন কিংবা দেওয়ালে মাথা ঠুকে আহত করেছেন নিজেকে৷ অনেকের আবার লিভার নষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ কারও দেখা দিয়েছে নার্ভের সমস্যা, মানসিক রোগ, বিভিন্ন সংক্রমণ ব্যাধি৷

WHO’র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডহনম গ্যাব্রিয়েসের কথায়, অতিরিক্ত অ্যালকোহল নেওয়ার ফলে অনেকেই পারিবারিক সমস্যা, মানসিক অসুস্থতা এমনকী স্ট্রোকের পর্যন্ত শিকার হন৷ তাই এখনও সময় আছে সকলে এগিয়ে আসুন৷ এই বিপদকে সমাজ থেকে দূরে ঠেলে ফেলুন৷

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ