আজকের শিরোনাম :

ভ্রমণপিপাসুদের ক্রেডিট কার্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৮, ১৯:৪১ | আপডেট : ১৭ মে ২০১৮, ০২:৩৩

ঢাকা, ১৬ মে, এবিনিউজ : বেড়াতে গিয়ে টাকা পয়সার দিকটি খেয়াল রাখা একটি গুরু দায়িত্বও বটে৷ এই পরিস্থিতিকে সহজ করতেই এসেছে ক্রেডিট কার্ড৷ ক্রেডিট কার্ড ব্যবহারের ফলে মিলবে একাধিক সুবিধা৷ যাত্রীরা পাবেন হোটেল বুকিং থেকে অন্যান্য ক্ষেত্রে একাধিক সুযোগ৷ তাই, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় মাথায় রাখুন নিম্নোক্ত বিষয়গুলি-

১) আপনি যদি প্রায়শই বিমানে যাতাযাত করেন তাহলে, এমন একটি কার্ডকে বেছে নিন যেখানে অতিরিক্ত লাভ হিসেবে থাকবে জাতীয় এবং আর্ন্তজাতিক ক্ষেত্রে আরামদায়ক জায়গার সুবিধাটি৷ নিজের প্রয়োজন অনুযায়ী কার্ড বাছুন৷ বিশেষ কিছু কার্ড থাকে যেখানে কমপ্লিমেন্টরি মেম্বারশিপ অফার করা হয়ে থাকে৷

২) টিকিট বুক করার সময় কয়েক হাজার টাকা খরচ করে থাকেন৷ তাই, সুবিধার দিকটিও খেয়াল রাখুন৷ সবদিক বিবেচনা করে পছন্দ মত কার্ড বেছে নিন৷

৩) ক্রেডিট কার্ডের চুক্তি করার সময় সংস্থা আপনাকে বিভিন্ন বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ অফার করবে৷ আর এই সব হোটেলের বিল মেটাতে মধ্যবিত্তের ওঠে নাভিশ্বাস৷ কিন্তু, এই ভাউচারগুলি সহজ করবে আপনার কাজ৷

৪) রেস্তোরা বিল, হোটেল বুকিং, স্পা সার্ভিস গাড়ি বুকিং সহ একাধিক কাজকে নিমেষে করবে কার্ডটি৷

৫) বেশির ভাগ ব্যংকগুলি ফরেন ট্রান্সাকশনের জন্য ১.৫ থেকে ৫ শতাংশ পর্যন্ত চার্জ করে থাকে৷ এমন একটি কার্ড বেছে নিন যেখানে আপনাকে ট্রান্সজাকশনের জন্য কম চার্জ দিতে হবে৷

৬) অনেক কার্ড রয়েছে যেগুলিতে বিমা পলিসি থাকে৷ যেখানে যাত্রী কোনরকম দুর্ঘটনার শিকার হলে সংস্থার তরফ থেকে পাবেন বেশ কিছু সুবিধা৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ