আজকের শিরোনাম :

টমেটো সস দিয়ে গৃহস্থালি পরিচ্ছন্নতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ১০:২৫

ঢাকা, ১৫ মে, এবিনিউজ : হোম ডেলিভারি সার্ভিস ব্যবহার করে প্রায়ই বাড়িতে খাবার নিয়ে আসেন। তা হলে নিশ্চয় প্রচুর টমেটো কেচাপের প্যাকেট জমে গেছে। এগুলো কাজে লাগাতে পারেন গৃহস্থালি পরিচ্ছন্নতায়। টমেটোর অ্যাসিডিক উপাদানের সঙ্গে ভিনেগারের উপস্থিতিতে এটি চমৎকার পরিষ্কারক হিসেবে কাজ করে। জেনে নিন টমেটো সস কীভাবে ব্যবহার করবেন গৃহস্থালি পরিচ্ছন্নতায়।

* কপারের তৈরি তৈজস পরিষ্কার করতে পারেন টমেটো সস দিয়ে। পাতলা লেয়ারে টমেটো সস ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে পাতলা কাপড় দিয়ে মুছে নিন তৈজস। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ দূর হয়ে চকচকে হবে তৈজস। 

* ব্রাস মেটালের জিনিসপত্র পরিষ্কার করতে পারেন টমেটো সসের সাহায্যে। দরজার হাতল, বেসিনের কল থেকে শুরু করে ব্রাসের তৈরি গয়নাও পরিষ্কার করতে পারবেন এটি দিয়ে।

* রূপার গয়নার জৌলুস ফিরিয়ে আনতেও কার্যকর টমেটো সস। বিবর্ণ গয়নায় ৫ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন টমেটো সস। এর বেশি লাগিয়ে রাখবেন না। এরপর নরম কাপড় দিয়ে ঘষে কুসুম গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিন।  

* সসপ্যান থেকে খাবারের পোড়া দাগ দূর করুন টমেটো সসের সাহায্যে। প্যানে টমেটো সস দিয়ে চুলায় মৃদু আঁচে রেখে দিন কয়েক মিনিট। সামান্য পানি দিয়ে দিন। আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন। সারারাত এভাবে রেখে পরদিন ঘষে উঠিয়ে ফেলুন পোড়া দাগ।

* তালা অথবা বাগানের নিড়ানিতে মরিচা ধরেছে? টমেটো সস দিয়ে পরিষ্কার করুন, দূর হবে মরিচা।
তথ্য : বোল্ডস্কাই

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ