আজকের শিরোনাম :

পেঁয়াজের তেলে ঝলমলে উজ্জ্বল চুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০০:৩৯

চুলের যত্নে আমাদের অনেকেই নানা উপাদান ব্যবহার করে থাকি। তবে এ ক্ষেত্রে কখনো পেঁয়াজের তেল ব্যবহার করেছেন কী? পেঁয়াজ চুলের গোড়া শক্ত করে। তাই নিয়মিত এটি ব্যবহারে কম চুল পড়ে।

পেঁয়াজের রস ও তেল একসঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন এক বিশেষ ধরনের তেল। এটি লাগালে চুল বাড়েও দ্রুত। ঘন চুলের জন্য কীভাবে এই তেল তৈরি ও ব্যবহার করবেন জেনে নিন।

পেঁয়াজের তেল তৈরির প্রক্রিয়া

পেঁয়াজ থেকে রস বের করে নিন। একটি প্যানে নারকেল তেল এবং পেঁয়াজের রস একসঙ্গে জ্বাল দিন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। এই তেলটি ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন

দুই ভাগে ভাগ করুন চুল। ধীরে ধীরে গোড়ায় ম্যাসাজ করুন তেল। এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে শ্যাম্পু করুন।

কী উপকার মিলবে?

পেঁয়াজের তেল চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে। শুষ্ক চুলের জন্য এই তেল খুবই উপকারী। চুলের রুক্ষতা ভাব দূর হওয়ার পাশাপাশি চুলের গোড়াও মজবুত হয় পেঁয়াজের তেল নিয়মিত ব্যবহার করলে। এছাড়া খুশকি দূর হয় ও চুল পড়া কমে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ