আজকের শিরোনাম :

শাহ আমানতে বিমানের সিটের নিচে মিলল ১৬০ স্বর্ণের বার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১০:৫৯ | আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১২:৩৩

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্বর্ণের বড় চালান আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম যৌথভাবে চালানটি আটক করে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন বলেন, বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে করে স্বর্ণের বার নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে আমরা আগে থেকে সর্তক অবস্থায় ছিলাম। সকাল ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর আমরা তাতে তল্লাশি চালাই। এ সময় বিমানের সিটের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। পরে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৬০ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা। 

তিনি বলেন, কে বা কারা স্বর্ণের বারগুলো নিয়ে এসেছে এটি নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস কর্মকর্তারা সর্তক অবস্থায় থাকায় পাচারকারী বিমানের ভেতরে রেখে যাত্রীবেশে নেমে পড়েছে হয়তো।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ