আজকের শিরোনাম :

পল্টনে বিস্ফোরণ: রিমান্ড শেষে কারাগারে ৪ জঙ্গি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৬

রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা নব্য জেএমবির স্লিপার সেলের ৪ সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন-মামুন আল মোজাহিদ ওরফে সুমন (২৪), আল আমীন ওরফে আবু জিয়াদ (২৬), মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক (২৪) ও সারোয়ার হোসেন রাহাত (২৩)।

আসামিদের গত ১১ সেপ্টেম্বর দুই দিন এবং ১৪ সেপ্টেম্বর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করে সিটিটিসি।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত ১০টার দিকে পল্টনে পুলিশ চেকপোস্টের পাশে বোমা বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ওই ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ