আজকের শিরোনাম :

ডা. সাবরিনা-আরিফুল আদালতে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪

করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ আসামিকে আদালতে আনা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারি আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

২০ আগস্ট এ মামলার অভিযোগ গঠন হয়।  এর আগে ৬ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এর পর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলির আদেশ দেন।

৫ আগস্ট আদালতে সাবরিনা ও আরিফসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী।  এ মামলায় গত ২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে আটক করে পুলিশ। পরে পুলিশ জেকেজির সিইও আরিফুলসহ চারজনকে আটক করে। এর পর গত ১২ জুলাই ডা. সাবরিনা চৌধুরী গ্রেফতার করা হয় ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ