আজকের শিরোনাম :

অপরাধীদের শাস্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে : আইনমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭

আইনমন্ত্রী আনিসুল হক রবিবার বলেছেন, অপরাধীদের শাস্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, ‘সমাজের অপরাধীদের আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ৮ তলা ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। 

পরে বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনমন্ত্রী আরও বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না, বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, বর্তমান সরকার এই লক্ষ্যে কাজ করে চলছে।

বিচারক ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে বিচার কার্য পরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের সক্রিয় থাকতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে পারলেই কেবল জনগণ আপনাদের ওপর আস্থা পাবে।

এসময় আইনমন্ত্রী দেশের সকল পর্যায়ের আদালতের মামলার জট কমানোর উপর গুরুত্ব আরোপ করেন।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. সেলিম মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিএম নাজমুছ সাহদাত প্রমুখ।

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার এ সময় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অংশ নেন।

ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৫৪ কোটি ৩৯ লক্ষাধিক টাকা ব্যয়ে ৮ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ