আজকের শিরোনাম :

ঢাকা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ১৮:৪০

ঢাকা, ২৯ জুলাই, এবিনিউজ : এসএসসি পরীক্ষার খাতা ৬০ দিনের মধ্যে পুনঃমূল্যায়ন করার বিষয়ে হাইকোর্টের রায় না মানায় ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।

আজ দুপুরে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ রুল জারি করেন। এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে সময় বেঁধে দিয়েছেন আদালত। ২০১৪ সালে এক শিক্ষার্থী পরীক্ষায় নম্বর কম পাওয়ায় পিটিশন দায়ের করেন।

এ বিষয়ে ২০১৫ সালের ৩০ নভেম্বর পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের আদেশ দেয় আদালত। পরে দুইবার আইনি নোটিশ পাঠানো হলেও খাতা পুনর্মূল্যায়ন করা হয়নি বলে জানায় আইনজীবী। বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হলে আজ এই রুল জারি করেন আদালত।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ