আজকের শিরোনাম :

হাত স্যানিটাইজ করে ঘুষের টাকা নেওয়া সেই ওসি প্রত্যাহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ২১:৩০

অবশেষে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁকে ঢাকায় টুরিস্ট পুলিশের সদর দপ্তরে যোগদান করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ওসি মাহফুজ আলমের ঘুষ গ্রহণের সময়কার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ভিডিওটি সাত মিনিটের। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

গত মঙ্গলবার এ নিয়ে এনটিভি ও এনটিভি অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন লালমনিরহাটের পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরই ওসি মাহফুজ আলমকে প্রত্যাহারের তথ্য এলো।

ভিডিওতে দেখা যায়, ওসি মাহফুজ করোনার ব্যাপারে বেশ স্বাস্থ্য সচেতন। তবে সচেতন নন নিজের সততার ব্যাপারে। প্রতিপক্ষকে শায়েস্তা করতে মামলা দেওয়ার জন্য ওসিকে ঘুষ দেন আরেকপক্ষ। সেই ঘুষের টাকা ও হাত দুটি স্যানিটাইজ করেন ওসি মাহফুজ।

ওই সময় হাত স্যানিটাইজ করতে করতে ওসিকে বলতে শোনা যায়, ‘টাকার মাধ্যমে বেশি ছড়াচ্ছে’।

জানা গেছে, ওসি মাহফুজ এই ঘুষ নিয়েছেন একটি মামলার আসামিপক্ষের লোকজনের কাছ থেকে। আসামিকে তিনি গ্রেপ্তার করেননি, উল্টো আসামির কাছ থেকে টাকা নিয়ে ওই মামলার বাদীকেই হয়রানির জন্য তিনি ওই ঘুষ নিয়েছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ