তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ১০:১৭ | আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১০:৩৪

ঢাকা, ২৮ জুলাই, এবিনিউজ : সাতক্ষীরা কুমিল্লা ও বরগুনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। 

শুক্রবার দিনগত রাত ও আজ শনিবার ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রেজাউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত মধ্যরাতে শ্যামনগরের খানপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত রেজাউল মোটরসাইকেল চোরচক্রের হোতা ছিলেন।

নিহত রেজাউল শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের মাজেদ দফাদারের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াচ হোসেন বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা রেজাউলকে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মিরপুর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। শুক্রবার মধ্যরাতে তাকে নিয়ে শ্যামনগরের নূরনগর এলাকায় মোটরসাইকেল উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার বাহিনী পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। দুই পক্ষের গোলাগুলিতে রেজাউল নিহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করেছে বলে জানান তিনি।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা বিশেষ শাখার পরিদর্শক আজম খান বলেন, রেজাউলের বিরুদ্ধে এক ডজনের বেশি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এ ছাড়া একটি অপহরণ মামলার প্রধান আসামি। গত তিন মাস ধরে আত্মগোপনে ছিলেন।

কুমিল্লা : কুমিল্লা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সহিদুল ইসলাম সবু (৪৪) নামের এক মাদককারবারি নিহত হয়েছে।

আজ শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে জেলার সদর উপজেলার কাপ্তানবাজার গোমতী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাদককারবারি সহিদুল ইসলাম সবু সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একবালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, কুমিল্লার মাদককারবারিদের তালিকায় ২৭ নম্বরে থাকা সবুকে আটকের জন্য র‌্যাব অভিযান চালায় কাপ্তানবাজার গোমতী নদীর বেরিবাঁধ এলাকায়। মাদককারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ও ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে র‌্যাবও আত্মরক্ষায় ১০ রাউন্ড শর্ট গানের গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত সহিদুল ইসলাম সবুকে আটক করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার করা হয়েছে।

নিহত মাদককারবারি সবুর বিরুদ্ধে সদর-সদর দক্ষিণ থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

নিহত সবুর মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

বরগুনা : বরগুনার পাথরঘাটায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাজল নামে সন্দেহভাজন এক জলদস্যু নিহত হয়েছেন। 

আজ শনিবার ভোর ৫টার দিকে পাথরঘাটার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ বরিশাল উইংয়ের কমান্ডার হাসান ইমন আল রাজী জানান, একটি সংঘবদ্ধ জলদস্যু বাহিনী বঙ্গোপসাগরের জেলেদের ট্রলারে জলদস্যুতার প্রস্ততি নিয়ে পাথরঘাটার রুহিতা মাঝের চরে অবস্থান নিয়েছে, এমন খবরে র‌্যাব-৮-এর একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর দস্যু বাহিনী পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা ওই ব্যক্তিকে জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য কাজল হিসেবে শনাক্ত করে। তবে নিহতের ঠিকানা এখনো জানা যায়নি। 

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ