আজকের শিরোনাম :

রাজশাহী রেঞ্জের এসপির বিরুদ্ধে ঢাকায় চাঁদাবাজির মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১৬:৩১

চাঁদাবাজির অভিযোগে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এসপি) বেলায়েত হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।

আজ বুধবার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেছেন ব্যবসায়ী গোলাম মোস্তফা।

এ বিষয়ে বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে জানান, এক ব্যক্তির কাছে তিনি পাঁচ লাখ টাকা পেতেন। সে টাকা না দিতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এ মামলা করেন।

মামলা করা ব্যক্তির সঙ্গে এসপির সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গোলাম মোস্তফা তার পরিচিত। তিনি পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন। এর মধ্যে দুই দফায় ৫০ হাজার করে এক লাখ টাকা পরিশোধ করেছেন। আর বাকী টাকা আগামীকাল পরিশোধ করার তারিখ ছিলো। সেই টাকা না দেয়ার উদ্দেশ্যেই তিনি এ মামলা করেছেন। এছাড়া তিনি যে পাঁচ লাখ টাকা ধার দিয়েছেন সে বিষয়ে উপযুক্ত প্রমাণাদি রয়েছে বলেও জানান পুলিশ সুপার বেলায়েত হোসেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ