আজকের শিরোনাম :

কক্সবাজার সদর থানার ওসিকে প্রত্যাহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:৪৩

কক্সবাজার শহরে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করা মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি মো. শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

ডিআইজি বলেন, সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মাদক মামলার পলাতক আসামি নবী হোসেনকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

গোলাম ফারুক বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে নবী হোসেনকে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার বিকালে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি এএসএম শাহজাহান কবিরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

গত ৩১ জুলাই মেরিন ড্রাইভ চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশির নামে মেজর (অব.) সিনহা নামে এক সাবেক সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার এক নম্বর আসামি হওয়ায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকেও প্রথমে প্রত্যাহার ও পরে গ্রেফতার হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। ওই ঘটনায় আরও ৮ পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহার ও বরখাস্ত করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ