আজকের শিরোনাম :

টেকনাফে সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২০, ১৮:৫৪

টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর নেয়া হবে ব্যবস্থা।  এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রবিবার ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সাবেক সেনা সদস্য নিহতের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেখানে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি, পুলিশ বাহিনীর পক্ষ থেকে একজন প্রতিনিধি একং সামরিক বাহিনীর একজন প্রতিনিধি রয়েছেন। তাদের সময় নির্ধারণ করে দিয়েছি আমরা।"

কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই এ নিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জানান, পুলিশ সদর দপ্তর থেকে জঙ্গিদের ব্যাপারে সতর্ক থাকার জন্য যে নির্দেশনা পাঠানো হয়েছিল, তা ছিল পুলিশের রুটিন কাজ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ