আজকের শিরোনাম :

টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজার থেকে ২১ পুলিশ সদস্য প্রত্যাহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২০, ১৮:৪৫ | আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৯:০১

টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বাহাছরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার স্থানীয় বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকতসহ অন্যদের প্রত্যাহারের আদেশ দেয়া হয়। এর আগে শুক্রবার (৩১শে জুলাই) বাহারছড়ায় পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ নিহত হন।

এদিকে সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেছেন, টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর নেয়া হবে ব্যবস্থা। 

তিনি আরো বলেন, "সাবেক সেনা সদস্য নিহতের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেখানে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি, পুলিশ বাহিনীর পক্ষ থেকে একজন প্রতিনিধি একং সামরিক বাহিনীর একজন প্রতিনিধি রয়েছেন। তাদের সময় নির্ধারণ করে দিয়েছি আমরা।"

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ