আজকের শিরোনাম :

ডা. সাবরীনার মামলা তদন্তে গোয়েন্দা পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১১:১৭

করোনা টেস্ট নিয়ে জেকেজির প্রতারণার ঘটনায় ডা. সাবরীনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় করা মামলাটি তদন্তের ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তেঁজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাউদ্দীন মিয়া জানান, মামলা অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে।  

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ১২ জুলাই দুপুরে ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (১৩ জুলাই) তাকে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেঁজগাও থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মো. সবুর তার চার দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

করোনা টেস্টের ভুল রিপোর্ট সরবরাহের অভিযোগে গত ২২ জুন বেসরকারি জেকেজি হেলথ কেয়ারে অভিযান চালায় র‌্যাব। এতে ওই প্রতিষ্ঠান ও তার কর্ণধারদের প্রতারণার সব তথ্য বেরিয়ে আসে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ