আজকের শিরোনাম :

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার রিমান্ডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ২১:১৭

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলায় এমভি ময়ূর-২ এর সুপারভাইজার আব্দুস সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম আসামিকে ঢাকার সিজেএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।  শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা এ রিমান্ড মঞ্জুর করেন।

লঞ্চডুবির ঘটনায় গত ২৯ জুন নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল হক বাদী হয়ে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

গত ২৯ জুন সকাল সাড়ে ৯টায় ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের অদুরে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ